আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ব্যবসায়ীর মুজিব কোট খুলে পুড়িয়ে দিল বিএনপি নেতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারের এক বীজ ব্যবসায়ী পরিহিত মুজিব কোর্ট খুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে ইউনিয়ন বিএনপি নেতা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে হাটবোয়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। মুজিব কোর্ট পুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারের একজন বীজ ব্যবসায়ী ইয়ানদ্দিন। তিনি শনিবার সকালে একটি মুজিব কোট গায়ে দিয়ে বাজারে নিজ দোকানে আসেন। তার গায়ে মুজিব কোর্ট দেখে ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ইয়ানদ্দিনের গায়ের মুজিব কোর্টটি খুলে নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার এলাকায় হঠাৎ করে আতাউল হুদা ইয়ানদ্দিনের দোকানে গিয়ে তার গায়ের মুজিব কোটটি খুলে নিয়ে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেন। এ সময় বাজারে উপস্থিত কয়েকজন ব্যবসায়ী ঘটনাটি প্রত্যক্ষ করেন।
জানা গেছে, ইয়ানদ্দিন অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে সুবিধা ভোগ করেছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় ভাবে জানা যায়। রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসীর ধারণা করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।












