৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৮, ২০২৫
64
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও কার্যকর করতে আলমডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৭ ডিসেম্বর) আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এনসিডিসি প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দীন আহমেদ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা গেলে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এজন্য প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে হবে।


কর্মশালায় প্রশিক্ষণ দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, ডা. শৌভিক রায় ও সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণে আলমডাঙ্গা উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram