৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চবি হল সংসদ নির্বাচনে জয়ী আসিফকে সম্মিলিত লেখক জোটের সংবর্ধনা

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
ডিসেম্বর ২৬, ২০২৫
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
ছবি : সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল ছাত্র সংসদ নির্বাচনে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আশিকুর রহমান আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মিলিত লেখক জোট, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার পক্ষ থেকে সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশিকুর রহমান আসিফ কবি কহন কুদ্দুসের সন্তান। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে আলমডাঙ্গায় এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কথাসাহিত্যিক এবং দর্পণ ম্যাগাজিন-এর সম্পাদক মোস্তাফিজ ফরায়েজী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আশিকুর রহমান আসিফের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য একটি গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর, কথাসাহিত্যিক পিন্টু রহমান, কবি গোলাম রহমান চৌধুরী, ছড়াকার মানোয়ার হোসেন, প্রাবন্ধিক মো. হেলাল উদ্দিন, প্রভাষক মো. খাইরুল ইসলাম এবং কবি এম. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্মিলিত লেখক জোটের পক্ষ থেকে নবনির্বাচিত এই ছাত্র প্রতিনিধিকে একটি সুদৃশ্য ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপস্থিত সুধীজন তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram