আলমডাঙ্গায় চুরি মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার ১ আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলায় গ্রেফতারকৃত আসামী অন্তিম ঘোষ (২৫)। আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানেলপাড়া (টকিজ সিনেমা হলের পাশে) অশোক ঘোষের ছেলে। তিনি আলমডাঙ্গা থানার মামলা নং-১৫, তারিখ ১০ আগস্ট ২০২৫ এজাহারভুক্ত আসামী।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে আরও ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন:- হারদী ইউনিয়নের ওসমানপুর দক্ষিণপাড়ার নুর উদ্দিনের ছেলে সাগর ওরফে হ্যাবল (২১), প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে স্বপন (২৬), কুমারি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত নবায় মন্ডলের ছেলে হানিফ(৩৭), নওদাদুর্গাপুর গ্রামেরমৃত সিরাজ মালিতার ছেলে খলিল মালিতা (৬০), খাদিমপুর ইউনিয়নের পূর্ব কমলাপুর মাধবীতলার নুরুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী সিপালী বেগম সকলেই আলমডাঙ্গা থানার অন্তর্গত বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত সকল আসামীকে গতকাল বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।












