আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস ঢাকা)-র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস ঢাকা)-এর উদ্যোগে চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪'শ ৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। শনিবার (২০ ডিসেম্বর) ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে আলমডাঙ্গা সরকারি কলেজের ৭টি কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক রহমান মুকুল, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, সেক্রেটারি মসলেম উদ্দিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ. কে. এম আব্দুর রহমান, নায়েবে আমীর জুলফিকার আলী, পরীক্ষার কেন্দ্রের দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব সাবেক চেয়ারম্যান ও শিক্ষক ইউসুফ আলী, হল সুপার শিক্ষক মাসুদ রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ।
পরিদর্শনকালে অতিথিরা বলেন, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আয়োজনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।












