আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের নূরানী বিভাগের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের নূরানী বিভাগের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টার থেকে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজের সামনে মারকাযুত তাহফিজ মাদ্রাসায় (পুরাতন শিশু কুঞ্জু স্কুলে) আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আফিয়া নূর ফাউন্ডেশনে ট্যালেন্টপল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তি প্রদান করা হবে। উপজেলার ৮টি মাদ্রাসার নূরানী বিভাগের ১শ ৩ জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ টিপু, আফিয়া নূর ফাউন্ডেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সাংবাদিক রহমান মুকুল, জেলা জামায়াতের আইন সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মুহা. মামুন রেজা, আফিয়া নূর ফাউন্ডেশনের কো চেয়ারম্যান ড. এ. কে. এম আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলেন হাফেজ মোঃ সজিব।












