৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত : ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২০, ২০২৫
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে ১৬টি দলের অংশগ্রহণে চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডি‌সে‌ম্বের শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (এটিম) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ফ্রেন্ডস ক্লাব আলমডাঙ্গা ২-১ গোলে লাভ স্টার একাদশকে হা‌রি‌য়ে  চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সাবেক ফুটবলার খোন্দকার আমিনুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার শরিফুল ইসলাম, রতন, মতিয়ার রহমান প্রমুখ।

খেলার উপস্থাপনার দায়িত্ব পালন করেন মীর আসাদুজ্জামান উজ্জ্বল। রেফারির দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা ফুটবল একাডেমির পরিচালক সোহাগ আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন প্রমিলা ফুটবলার উর্মি ও কাজলি। একই ম‌ঞ্চে সা‌বেক‌ খে‌লোয়ার‌দের সংবর্ধনা দেওয়া হয়।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় খেলাধুলার মান আরও উন্নত হবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram