৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লটারির মাধ্যমেক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে ১৬৫জন শিক্ষার্থী

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৯, ২০২৫
94
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ২০২৬ শিক্ষাবর্ষে তিনটি শাখায় লটারির মাধ্যমে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সকলের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।


জানা গেছে, গত ১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মোট ২০৫ জন শিক্ষার্থী আবেদন ফরম উত্তোলন করে। এর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ১৬৫ জন ভর্তির সুযোগ পায়। অবশিষ্ট ৪০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। পরবর্তীতে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি নেওয়া হবে।


লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পান্না আক্তার। এসময় তিনি বলেন, ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে লটারির কোনো বিকল্প নেই। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি হয়। মেয়েদের শিক্ষায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুনাম রয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।


তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। সহকারী শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কাবিরী সুলতানা, আলী কদর, আফরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, ছায়া রানীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।


লটারি কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram