আলমডাঙ্গার কেশবপুরে চায়ের দোকানে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে একটি চায়ের দোকানে সোমবার গভীর রাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও এলাকায় বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কেশবপুর ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ের উল্টো দিকে অবস্থিত শওকত আলীর চায়ের দোকানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল সাদৃশ্য একটি বস্তু চায়ের দোকানের ভিতরে শওকত আলীর চায়ের চুলার উপরে রাখা নাস্তার জন্য রান্না তরকারির পাত্রের পাশে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর দোকানের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় দোকানে উপস্থিত থাকা কয়েকজন গ্রাহক আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সেই সুযোগে ককটেল নিক্ষেপকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার পরপরই আলমডাঙ্গা থানা পুলিশ এবং ওসমানপুর প্রাগপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ সদস্যরা বিস্ফোরণের স্থান পরিদর্শন করেন এবং বিস্ফোরিত ককটেলটির আলামত সংগ্রহ করে নিয়ে গেছেন।
এলাকাবাসীর দাবি, এই ঘটনায় এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, এ বিষয়ে কোন অভিযোগ কেউ করেননি। অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।












