আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে বিজয়ের কবিতা পাঠ ও দোয়া মাহফিল

১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার বাদ আসর আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কবিতা পাঠ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর 'কনসেন্ট্রেশন ক্যাম্প' কবিতা পাঠ করেন মুনশি মোহাম্মদ আব্দুল্লাহ, শামসুর রাহমানের 'তুমি বলেছিলে' পাঠ করেন সালাহউদ্দিন, নির্মলেন্দু গুণের 'স্বাধীনতা, এই শব্দটা কীভাবে আমাদের হলো' কবিতা পাঠ করেন ইমদাদুল হক, শামসুর রাহমানের 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' পাঠ করেন সাব্বির রহমান এবং 'আসাদের শার্ট' পাঠ করেন মোফাজ্জেল হোসেন। অতঃপর একাত্তরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন শায়খ ইমদাদুল হক।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আল মাহমুদের 'কাবিলের বোন' এবং সাব্বির জাদিদের 'দুই পৃথিবীর সূর্য' নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের সকল শহীদ, দেশ, জাতি ও সমাজের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব এবং বিশেষ করে বিদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুনশি আব্দুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাদিউজ্জামান রিজভী, মুশফিক তরফদার, তাওহীদুজ্জামান রাব্বি, শাহ মোঃ হাফিজউদ্দীন, নাসিম আহমেদ, নাফিজ উদ্দীন প্রমুখ।











