আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন

আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে দোয়া মাহফিল এবং বিকেলে বিজয় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালিটি আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের চারতলার মোড়, হাজী মোড়, মাছ বাজার হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় ঘুরে কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, উপজেলা জামায়াতে সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী, ওলামা পরিষদ, ছাত্রশিবিরের দায়িত্বশীল ও কয়েকশ সাধারন মানুষ ।











