আলমডাঙ্গায় বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামিরুলগ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডের জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে। ১৫ ডিসেম্বর দুপুর আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রেল ষ্টেশনপাড়ার অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লার বাড়ির সামনে থেকে তাকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ডপাড়ার সৃত সানোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম(২৭) মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। তার নামে থানায় চুরি মামলাও রয়েছে। সোমবার দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই আলমগীর কবীর সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেল ষ্টেশন এলাকা থেকে জামিরুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যালটেব উদ্ধার করেছে পুলিশ। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।











