আলমডাঙ্গায় যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আলমডাঙ্গায় যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের প্রশাসক, আলমডাঙ্গা থানা প্রশাসন, আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা সরকারি কলেজসহ সরকারি- বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে। এ উপলক্ষে সকাল ১০টায় আলমডাঙ্গা শহরের লালব্রীজ সংলগ্ন বধ্যভ‚মির বেদীতে শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন।

পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনিস উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নবিছদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মহাবুল, আলমডাঙ্গা ওজোপাডিকো আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, প্রাণী সম্পদকর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনিস উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নবিছদ্দিন।

উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ,সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বলেন, স্বাধীনতা অর্জনের চূড়ান্ত মুহূর্তে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করতে সবাইকে আহ্বান জানান তারা।











