নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি বাস্তবায়নে আলমডাঙ্গায় মাঠে নেমেছে প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে আলমডাঙ্গায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন। ১২ ডিসেম্বর শুক্রবার সকালে শহরের প্রধান সড়ক, বাজার এলাকা, বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে ঝুলানো রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও দেয়াললিখন অপসারণে যৌথ কার্যক্রম পরিচালিত হয়।
আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরজুড়ে অবৈধভাবে টানানো নির্বাচনী প্রচারণামূলক সামগ্রী শনাক্ত করে তা অপসারণ করা হয়। অভিযানে পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার মাঠকর্মী, পরিচ্ছন্নতা শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন বা দেয়াললিখন করা যাবে না এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে নির্বাচনমুখী পরিবেশকে সহনশীল রাখবে এবং শহরে অনিয়ম করে পোস্টার-ব্যানার টানানোর মতো কর্মকান্ড থেকে বিরত থাকবে।











