আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের ফিরোজ গাঁজাসহ গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১২, ২০২৫
79
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

ছবি :
আলমডাঙ্গা ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাইকপাড়া গ্রামের ফিরোজকে গাঁজাসহ গ্রেফতার করেছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার বড় পাইকপাড়া গ্রামের মাহাবুল হকের ছেলে ফিরোজ আলী(৩০) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে ঘোলদাড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই প্রদীপ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফিরোজের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।
তার নিকট থেকে পুলিশ উদ্ধার করে ১শ গ্রাম গাঁজা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।












