১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ১ আসনে এনসিপি“শাপলা কলি“র প্রার্থী আলমডাঙ্গার সন্তান মোল্লা ফারুক এহসান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১১, ২০২৫
153
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মোল্লা ফারুক এহসান।

গত বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি।

মোল্লা ফারুক এহসানের পৈতৃক নিবাস আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়ায়। তার বাবা মোহা. ইউসুফ আলী মোল্লা।  পেশায় তিনি করপোরেট আইনের সঙ্গে যুক্ত।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোল্লা ফারুক বলেন, ‘নতুন দিনের নতুন রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করছে। ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচিত হলে এলাকার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন,  রাস্তাঘাট উন্নয়ন, বাজার ব্যবস্থার আধুনিকায়ন এবং ড্রেনেজ-সঙ্কট নিরসনে কাজ করবো।’

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram