আলমডাঙ্গায় জমি নিয়ে হয়রানির শিকার পরিবারের সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় ওয়ারেসসূত্রে পাওয়া জমি নিয়ে হয়রানির শিকার একটি পরিবার সংবাদ সম্মেলন করেছেন। বুধবার আলমডাঙ্গা কাচারি বাজারের মৃত চেরাগ আলীর ছেলে সিরাজুল ইসলাম পরিবারের পক্ষে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য পাঠ করেন।
সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “আমার নানার সম্পত্তি ৭১ নং কামালপুর মৌজার, আরএস ৪১ নং খতিয়ানের ৭৬৩ নং দাগে ৩৭ শতক জমি আমার মা আয়েশা খাতুনের নামে রেজিস্ট্রি করা হয়েছিল। মা মৃত্যুর পর এই সম্পত্তি আমাদের চার ভাইয়ের নামে রেকর্ড হয়। আমরা বর্তমানে ওই জমি ভোগদখল করে আসছি।”
তিনি আরও জানান, “কামালপুর গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী সাস্তরী খাতুন ২০০৩ সাল থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা করেছেন। তবে কোনো দলিল বা বৈধ কাগজ প্রদর্শন করতে পারেননি। সব মামলায় আমাদের পক্ষে রায় হয়েছে।”
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সম্প্রতি সাস্তরী খাতুন আবারও মামলা দায়ের করে মিথ্যা অভিযোগ ও সংবাদ সম্মেলন করেছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পরিবারকে একের পর এক হয়রানি থেকে রক্ষা করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।”












