১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৮, ২০২৫
178
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 


হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।এ সময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


৭ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ১১:৪০ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো ভাংবাড়ীয়া পশ্চিম পাড়ার আশরাফের ছেলে রাজীব (১৫), এবং একই এলাকার শহিদুলের ছেলে সাফায়েত হোসেন মিরাজ (২১)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের আইসি এসআই মিজানুর রহমান ও টু আইসি সোহেল রানার নেতৃত্বে কনস্টেবল শফিকুল সহ সঙ্গীয় ফোর্স ভাংবাড়ীয়া মাদ্রাসা পাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী সেখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের তাড়িয়ে ধরে ।

তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram