আলমডাঙ্গায় সুজুকি ব্রান্ডের মোটরসাইকেলের শো-রুম ‘সালমান মটরস’ উদ্বোধন

আলমডাঙ্গায় সুজুকি ব্র্যান্ডের সব ধরনের মোটরসাইকেল বিক্রয়ের জন্য নতুন শো-রুম ‘সালমান মটরস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আলমডাঙ্গা রেলব্রিজ রোডের মিয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ শো-রুমের উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলমডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্বাস উদ্দীন এবং আলমডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাঃ মোরশেদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার প্রবীন শিক্ষক আফিল উদ্দিন, সালমান মটরসের স্বত্বাধিকারীর পিতা হাজী তাজেম আলী বিশ্বাস, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কুষ্টিয়ার বাজাজ পয়েন্ট ও আলমডাঙ্গার তাজ মটরস এবং সালমান মটরসের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বারী মল্লিক, টিংকু মোল্লা, সুমন বিশ্বাস, মতি বিশ্বাস, সেন্টু বিশ্বাস, সুজুকি শো-রুমের ম্যানেজার মোমিনুর রহমান, সেলস এক্সিকিউটিভ শামিম, সুজুকি খুলনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, মোটরসাইকেল গ্যারেজ মালিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সালমান মটরসের স্বত্ত্বাধিকারী গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, আলমডাঙ্গার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল মানসম্মত ব্র্যান্ডের মোটরসাইকেল শো-রুম। সেই চাহিদার কথা বিবেচনা করেই আজ এখানে সুজুকি ব্র্যান্ডের শো-রুম ‘সালমান মটরস’ উদ্বোধন করা হলো। আমরা শুধুমাত্র মোটরসাইকেল বিক্রিই নয়, বিক্রয়োত্তর উন্নত সেবা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। তরুণ সমাজসহ সাধারণ মানুষের যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। সকলের দোয়া ও সহযোগিতায় আলমডাঙ্গায় একটি আদর্শ ও আস্থার প্রতিষ্ঠান হিসেবে ‘সালমান মটরস’ গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ব্যবসার সার্বিক সফলতা কামনা করা হয়।












