আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা

আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, সিনিয়র সহসভাপতি আইলহাঁস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ^াস, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, প্যানেল চেয়ারম্যান মেহেরাজ হোসেন।
উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিসিআইসি ডিলার দিলীপ কুমার আগরওয়ালা, হাজী হারুন অর রশিদ, হাজী রফিকুল ইসলাম, ডা. আদনীন নাহার মৌনালী, শ্যামসুন্দর আগরওয়ালা, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, আমিনুল হক, জনির উদ্দিন, আসিফ আল নূর তামিম, ফারুক আলম টুর্টুল, সাঈদ হাসান সাফি, বিএডিসি সার ডিলার আব্দুর জব্বার, শেখ আবু জাফর, ফারুক হোসেন, এনামুল হক দেলোয়ার হোসেন, ইউনুস আলী, দাউদ আলী, বোরহান উদ্দিন, ইমারত আলীসহ সকল ডিলার।
সভায় জানানো হয়, আলমডাঙ্গা উপজেলা ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। নীতিমালা-২০২৫ অনুযায়ী প্র্রতিটি ইউনিয়নে ৩ জন করে সার ডিলার থাকবে। বর্তমানে যে ইউনিয়নে ১টি ডিলার রয়েছে সেখানে আরও ২টি, আর যেখানে ২টি ডিলার রয়েছে সেখানে ১টি নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আলমডাঙ্গা উপজেলায় বিসিআইসি ও বিএডিসি মিলে মোট ৪৮টি সার ডিলার রয়েছে। তবে তদন্তে জানা গেছে একাধিক ডিলারশিপ একই ব্যক্তির নামে থাকায় নীতিমালা অনুযায়ী এগুলো বাতিলের আওতায় আসবে। এই অতিরিক্ত বা অনিয়মিত ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
সভায় বক্তারা বলেন, নীতিমালা-২০২৫ বাস্তবায়নের ফলে সার বিতরণ হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কৃষক- কেন্দ্রিক। নতুন ডিলারশিপ কাঠামো কৃষকদের সারপ্রাপ্তি সহজ করবে এবং অতিরিক্ত মজুত বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ হ্রাস পাবে।












