আলমডাঙ্গায় ব্লাক বেঙ্গল ছাগলের মেলা ও খামারীদের পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা প্রতিনিধিঃ আলমডাঙ্গায় দিনব্যাপী ছাগলের মেলার আয়োজন করা হয়েছে। ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে দিনব্যাপী খামারীদের অংশগ্রহণে ছাগল মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনীতি লাঙ্গলের ফলার অর্থনীতি। এই খাতে উন্নয়ন হলে দেশবাসীর ভাগ্যের উন্নয়ন হবে। দেশ উন্নত হবে। তাই এই অধিদফতরের উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। শিক্ষিত তরুণ ও মহিলাদের উদ্যোক্তা তৈরি কিরতে উৎসাহ দিতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি।
উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.শাহাদৎ জামান আল বেলালের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মর্তা ডা. শরিয়ত উল্লাহ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, আবুল কাসেম, মোসাব আলী প্রমুখ।
মেলায় বক্তারা ব্লাক বেঙ্গল ছাগল পালনের আর্থিক সুবিধা ব্যাখা করেন।
৩১ আগস্ট বেলা ১১ টা থেকে বিকেল অবধি উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে চলবে এ মেলা। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা ছাগল নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। অংশগ্রহণকারী খামস্রিদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজন খামারি নির্বাচিত করে পুরষ্কার প্রদান করা হয়।