৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন আল্লাহর দান হোটেলে দুঃসাহসিক চুরি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৫, ২০২৫
248
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন আল্লাহরদান হোটেল এন্ড রেস্টুরেন্টে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হোটেলের পেছনের জানালার গ্রিল কেটে ঢুকে মাটির ব্যাংকে সঞ্চিত প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।


শুক্রবার সকালে কর্মচারীরা হোটেলে এসে মাটির ব্যাংক ভাঙ্গা দেখতে পেয়ে বিষয়টি হোটেল মালিককে জানান। পরে মালিক সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখতে পান, গতরাতেই একজন চোর হোটেলের ভেতরে প্রবেশ করে টাকা চুরি করেছে।


হোটেলসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হোটেল বন্ধ করে কর্মচারীরা বাসায় ফিরে যান। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, রাত ১০টার পরপরই চোরটি কুমার নদীর ভেতর দিয়ে এসে হোটেলের পাশের বাদল ডাক্তারদের ফার্মেসির পেছনের জানালায় দড়ি বেঁধে ওপরে উঠে। সেখান থেকে হোটেলের বেসিনের পাশে থাকা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে ক্যাশ কাউন্টার চেক করে পরে রান্নাঘরে গিয়ে মাটির ব্যাংক ভেঙে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।


হোটেল মালিক হাফিজুর রহমান জানান, হোটেলটি তার স্কুলপড়ুয়া নাতি ছেলে রিয়াদ ও ম্যানেজার সাজিবার দেখাশোনা করেন। রমজান মাসে অসহায়দের জন্য নিয়মিত ফ্রি ইফতারির আয়োজন থাকায় সেই বাজার করার জন্য প্রতিদিন দুই হাজার টাকা করে ওই মাটির ব্যাংকে জমা রাখত নাতি ও ম্যানেজার।


তিনি আরও জানান, আল্লাহরদান হোটেলে প্রতি বৃহস্পতিবার ২০০ থেকে ২৫০ জন ভিক্ষুককে ফ্রি খাবার খাওয়ানো হয়। রমজান মাসে পুরো এক মাস অসহায় মানুষের জন্য ফ্রি ইফতারির আয়োজন করা হয়ে থাকে।


চুরির খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম)“র নির্দেশে এসআই আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ চোর শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রটি সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram