৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রী ডায়াবেটিক কেয়ার অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৫, ২০২৫
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রী ডায়াবেটিক কেয়ার অনুষ্ঠিত। ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো জনকল্যাণভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘ফ্রি ডায়াবেটিক কেয়ার–২০২৫’।
এ কর্মসূচিতে শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন।


কর্মসূচিতে অভিজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রধান মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মমতাজুর মুর্শিদ কলিন, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল হুদা সোহেলসহ মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে অংশগ্রহণকারীদের রক্তে শর্করা পরীক্ষা, ঝুঁকি বিশ্লেষণ, স্বাস্থ্য–পরামর্শ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনবিষয়ক নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে নিম্নআয়ের মানুষ যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান।


এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি শাওন হোসেন রুমন জানান, “ডায়াবেটিস একটি নীরব ঘাতক। দেশের অনেক মানুষ চিকিৎসা–পরামর্শের অভাবে ঝুঁকির মধ্যে থাকেন। সাধারণ মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাই আমরা প্রতিনিয়ত এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে আয়োজন করতে চাই।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram