৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের আয়োজনে মরহুম বন্ধুবরদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৫, ২০২৫
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 


আলমডাঙ্গায় সামাজিক সংগঠন বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের উদ্যোগে মরহুম বন্ধুবরদের স্মরণে স্মৃতি চারণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বাদ আসর হাইরোডস্থ বাঁধন ৭০-৭৫ অফিস প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্য ডা. শাফায়েত উল্লাহ, আলহাজ¦ আহাদ আলী, আলহাজ¦ মসলেম উদ্দিন ও শহিদুর রহমান খাঁন (বুলবুল)-এর জীবন, কর্ম ও অবদান গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়। স্মৃতি চারণ শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইছাহক আলী।


স্মৃতি চারণ অনুষ্ঠানে বাঁধন ৭০-৭৫ সংগঠনের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামের উপস্থাপনায় স্মরণসভায় বক্তব্য রাখেন মাওলানা ইছাহক আলী, আলহাজ¦ আহাম্মদ আলী, ওজোপাডিকোর সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী, সাবেক ব্যাংকার ও ক্যাশিয়ার শহিদুল ইসলাম, আবু জাফর খান, আজিজুল হক, মাওলানা মনিরুজ্জামান, সোলাইমান আলী, রবিউল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, প্রয়াত সদস্যরা সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাÐে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তারা ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবায় অনুপ্রাণিত মানুষ। তাদের অভাব সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিলে বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram