৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ডায়াবেটিস ও আমাদের দায়িত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২৫
104
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গায় ডায়াবেটিস ও আমাদের দায়িত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবরা ওই সেমিনারে উপস্থিত ছিলেন। গত বুধবার বাদ এশা আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সম্মেলন কক্ষে সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় হাফেজ মওলানা শামছুল হকের কোরআান তেলওয়াতের মাধ্যমে সেমিনার এর শুরু হয়। সেমিনারারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা, আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি সম্মেলিত ঈমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক মওলানা আকরাম হোসেন সাইরাফী। এছাড়াও উপস্থিত থেকে ডায়াবেটিসের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে মতামত ব্যক্ত করেন মাওলানা শামছুল হক, মাওলানা মারফত আলী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হয়রত আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোরশেদ আলম, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মাহাদী হাসান, মাওলানা কাজী আব্দুস সালাম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram