৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমের (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২৫
112
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।


প্রশিক্ষণের প্রথম ধাপে উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান ডিএমআইই পদ্ধতি বিষয়ক ট্রেনিংয়ের গুরুত্ব আলোচনা করেন। এছাড়াও গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের আলমডাঙ্গা উপজেলার উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামান প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রেনিং এর গুরুত্ব ও করণীয় নির্দেশনা প্রদান করেন।


উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে , গ্রাম আদালতের এৈমাসিক রিপোর্ট সম্পর্কে স্পষ্ট হতে পারবে এবং সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা আরো সহজে প্রদান করতে সক্ষম হবে। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম দৃশ্যমান করতে হলে ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করতে হবে। সেই সাথে এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করতে হবে চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram