৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন লক্ষে আলমডাঙ্গায় “পাট বীজ চাষী প্রশিক্ষণ“ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১২, ২০২৫
97
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় “পাট বীজ চাষী প্রশিক্ষণ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সকালে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রশিক্ষণ উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, কৃষকরা যেন উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন অর্জন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাট বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।


স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকম হারুন অর রশিদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাসুদ হোসন পলাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের উপস্থানায় মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল, পাট চাষী মোখলেছুর রহমান, হামিদুল, জহুরুল ইসলাম, উর্মিলা, বিপাশা, মাজেদা, জেসমিনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকার পাট চাষীরা অংশগ্রহণ করেন।


কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ভালো মানের পাট বীজ ব্যবহার করলে উৎপাদন যেমন বাড়ে, তেমনি পাটের গুণগত মানও উন্নত হয়। সময়মতো জমি প্রস্তুত, সার প্রয়োগ ও রোগবালাই ব্যবস্থাপনায় সচেতন হতে হবে।
পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা বলেন, পাট চাষের সঙ্গে গ্রামীণ অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা কাজে লাগাতে পারলে চাষীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।


বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নত মানের বীজের মাধ্যমে পাট উৎপাদনে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সরকার পাট শিল্প পুনরুজ্জীবনে এবং চাষীদের সহায়তায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পাটের তৈরী ব্যাগ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram