আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে দায়িত্ব শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার ৩ টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাবেশে চুয়াডাঙ্গা ১ আসেনর নির্বাচন আসন পরিচালক শেখ নুর মোহাম্মদ হুসাইন টিপু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা-২ আসেনর সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ৬ জন সর্বোচ্চ নেতাকে কারাগারে আটকিয়ে রেখে হত্যা করেছে।
তিনি আরো বলেন জামায়াতের আদর্শ তুলে ধরতে হবে। বিগত ১৭ বছর ধরে আমাদের ভাইদেরকে খুন গুম করে আয়না ঘরে রাখা, ফাসির দড়িতে ঝুলিয়ে শহীদ করাসহ এমন কোন ন্যাক্করজনক কাজ নেই যে আওয়ামীলীগ করেনি। তারই প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে জামায়াত জয়লাভ করতে হবে। বিএনপি মনে করেছিল জামায়াতের ভোট গুলো নিয়ে তারা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা বলতে চাই যারা নিজেদের দলের কর্মীদের সাথে মারামারি করে ১৭৬ জনকে হত্যা করেছে এবং ৭১ জন মহিলাকে ধর্ষণ করেছে তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
তিনি আরো বলেন, আজ সাধারণ মানুষ চাই তাদের ছেলে মেয়েদের বিনা ঘুষে চাকরি হোক, নিজের অধিকারটুকু ফিরিয়ে পাক। আমরা হাসপাতালের চিকিৎসা সেবাকে আধুনিকায়ন করতে চাই। রাজনীতি করার অপরাধে জামায়াতে ইসলামী কারো নামে অন্যায়ভাবে হয়রানিমূলক মামলা হতে দেবে না। আপনারা এই ৫৪ বছরে যা পাননি তা আমরা করতে চাই, আমাদেরকে একবারের জন্য সুযোগ দিন। আমাদের বিরোধী বন্ধুদেরকে বলতে চাই তোমরা দেশের জন্য কাজ করে জনপ্রিয়তা অর্জন করো। আমরা মিথ্যা আশ্বাস দিয়ে কারোর ভোট নিব না। জামায়াতের কর্মীরা মাদকমুক্ত, পর্দা করে, সৎ পথে চলা থেকে শুরু করে সুদ, ঘুষ, জ্বিনা ব্যাভিচারমুক্ত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসূদ পসরভেজ রাসেল, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ বিভাগের জেলা সভাপতি কাইমুদ্দিন হিরোক, আলমডাঙ্গা উপজেলা আমীর শফিকুল ইসলাম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, গাংনী-আসমানখালী থানার আমীর আব্বাস উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, গাংনী- আসমানখালী সেক্রেটারি কামরুল হাসান সোহেল, চুয়াডাঙ্গা সদর উপজেলার নায়েবে আমীর মাওরানা রুহুল আমিন মল্লিক, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাষ্টার ও গাংনী-আসমানখালী নায়েবে আমীর সেলিম রেজা প্রমুখ।












