আলমডাঙ্গায় ১৬ দলীয় ‘চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উদ্বোধন

আলমডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১৬ দলীয় ‘চায়না বার ফুটবল টুর্নামেন্ট-২০২৫। সোমবার (১০ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এটিম মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ সমতা হয়। পরে কালিদাসপুর আসানগর লাভ স্টার ক্লাব ট্রাইব্রেকারে ১-০ গোলে বাড়াদি ইউনিয়ন দলকে পরাজিত করে জয়লাভ করে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন রেফারি সোহাগ হোসেন, জিয়ারুল ও রিফাত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। আলমডাঙ্গা ফুটবল একাডেমির এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন নিয়মিত হলে এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
টুর্নামেন্ট উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়ার শেখ শরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম রঞ্জু, ইকবাল হোসেন, ওকত আলী, মিজানুল হক, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মাহফুজুর রহমান রানা, কামরুল হাসান কাজল, মতিয়ার রহমান, মহসিন আলী ডালু, সেলিম, মিজানুর রহমান মিজান, হারুন অর রশিদ, মন্ডল, শেখ মনিরুজ্জামান, সুলতানুল আরেফিন তাইফু, লিংকন, রোকন, শুকুর আলী, জাহিদুল ইসলাম জাহিদ, ডা. উজ্জ্বল, সৈয়দ লিমন, মাহমুদুল হাসান, মানিক হোসেন প্রমুখ। খেলায় ধারাবিবরণী প্রদান করেন সাদিক।












