৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা থানা এলাকার পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকায় চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৯, ২০২৫
120
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ৯ নভেম্বর রবিবার গভীর রাত থেকে আলমডাঙ্গা থানার পার্শ্ববর্তী জেলা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঝিনাইদাহ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ঝিনাইদাহ জেলা পুলিশও অংশ নেয়। পাশাপাশি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ও মিরপুর থানা, মেহেরপুর জেলার গাংনী ও অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও চেকপোস্ট বসিয়ে অভিযান চালান।


অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক অপারেশন বিকাশ চন্দ্র সরকার, সিসিআইসি ইনচার্জ পুলিশ পরিদর্শক শামসুজ্জোহা, জেলা গোয়েন্দা টিম, জেলা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশ সদস্যরা।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম জানান, সাম্প্রতিক সময়ে আন্তঃজেলা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং আন্ত উপজেলা সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক যানবাহন তল্লাশি, মোটরসাইকেল যাচাই-বাছাই ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram