৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা: প্রয়াত শিক্ষকদের স্মরণে আবেগঘন পরিবেশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৮, ২০২৫
140
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক আবেগঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম শাফায়েত উল ইসলামসহ প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক(এজিএম) আব্দুল খালেক। এসময় তিনি বলেন, একজন শিক্ষক শুধু জ্ঞান দেন না, তিনি সমাজ গড়ার কারিগর। তাঁদের শ্রম ও অবদানের কারণেই আজ আমাদের প্রজন্ম সুশিক্ষায় আলোকিত। শিক্ষক সম্মানই সমাজের মর্যাদার প্রতীক। তিনি আরও বলেন, বর্তমান যুগে শিক্ষার মান উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে। এই ধরণের সম্মাননা অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, হারদী এম.এস. জোহা কলেজের সহকারী অধ্যাপক ড. একেএম আব্দুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য জাফর ইকবাল রাজা ও সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান।

সহকারী শিক্ষক কাউছার আহমেদের উপস্থাপনায় ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুসফিকুর রহমান, মোখলেছুর রহমান, সিনিয়র শিক্ষক আইয়ুব আলী, মাওলানা মনিরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমীর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজিবুর রহমান প্রমুখ।

পরে অবসরপ্রাপ্ত শিক্ষক মুসফিকুর রহমান, মোখলেছুর রহমান, মাওলানা মনিরুজ্জামান, ফরিদা পারভীন ও আব্দুল জলিলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রয়াত শিক্ষক মরহুম শাফায়েত উল ইসলাম, শাহাজ উদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহম্মেদ, আমজাদ আলী, এনামুল হক, সোহরাব হোসেন, ইছাহক আলী, হাফিজুর রহমান ও মীর হোসেনের মরনোত্তর সম্মাননা ক্রেস্ট তাঁদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram