৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
নভেম্বর ৮, ২০২৫
227
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে পঠিত কবিতাগুচ্ছ নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে রফিকুল ইসলাম খান, রাশেদ কিরণ, হোসাইন আহমাদ, মোঃ সোহেল রানা, আবু বকর সিদ্দিক, মো: রাহিম উদ্দীন, মাহমুদুল হাসান, মাহমুদুল্লাহ আল-মুসাফির, সিদ্দিক হোসেন, খুশবু বাশার, আসফি মেহনাজ মৌমি, সিরাজাম বিনতে কামাল, নিশাত সালসাবিলের কবিতা প্রকাশিত হয়।

কবিতা পাঠিয়ে যারা আসরে উপস্থিত হতে পারেননি তাদের কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, তাওহিদ খান, শারজিল হাসান, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির ও তাওহিদুজ্জামান রাব্বি। আসরটি মাওলানা মুন্সী মুহাম্মাদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

কবিতা পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মো: শরিফুল ইসলাম (সাধু স্যার), মো: মাসুদ রানা, মুশফিক তরফদার ও আবু বকর সিদ্দিক। আসরে আরও উপস্থিত ছিলেন মোঃ সোহাগ আলী, মোঃ কুরবান আলী মেয়র, বেলায়েত হোসেন বিপু, আল আমিন ইসলাম সাগর, আহমাদ আননাফি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল আহমেদ এবং সবশেষে ভাঁজপত্রে প্রকাশিত ও আসরে পঠিত কবিতার ওপর সামগ্রিক মূল্যায়ন পেশ করেন ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, আমাদের এ আয়োজনের একমাত্র উদ্দেশ্য কবিতা চর্চাকে উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই এর মাধ্যমে তরুণ লিখিয়েদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে।

ছবি: বেলায়েত হোসেন বিপু

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram