৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় থানাপাড়া মডেল সোসাইটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৭, ২০২৫
108
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 


‘সংঘবদ্ধতায় শক্তি, সহমর্মিতায় মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা থানাপাড়া মডেল সোসাইটির উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে থানাপাড়ার রাস্তাঘাট, ড্রেন ও বাড়িঘরের আঙ্গিনার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে থানাপাড়া মডেল সোসাইটির সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুব সমাজ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা থানাপাড়ার আমেরিকা প্রবাসী আব্দুল মান্নান জমিদার প্রতিষ্ঠিত “ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা”র গেঞ্জি পরিধান করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।


অভিযানে উপস্থিত ছিলেন হারদী এম.এস. জোহা কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলি খান, এ কে এম ফারুক হোসেন, আশরাফুল আলম, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, ইছাহক আলী, মুছা হক, সাঈদ মোহাম্মদ হিরন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, আবু হাসান বাবলু, আবু খায়ের (ছন্টু), ইকবাল বাহার প্রিন্স, নাজমুল হাসান সোহাগ, সুলতানুল আরেফিন তাইফু, মিঠু বিশ্বাস, আবু সায়েম লিপু, লিংকন, লিয়ন, আব্বাস আলি ডন, সাদ্দাম হোসেন, এডভোকেট শাহরিয়ার হোসেন তপু, বাবুল বাহার বাবু, লিটু, রিমন, টিটু, মিজু, সাজুসহ শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও থানাপাড়ার যুব সমাজের অসংখ্য মানুষ।


অভিযান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দারা জানান, থানাপাড়া মডেল সোসাইটির এই কার্যক্রমে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলেন, “এভাবে সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা সত্যিই ‘মডেল’ হয়ে উঠবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram