৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত, ৫ দিন পর মোটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৬, ২০২৫
167
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসের নিচ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোরকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক দিনের মধ্যেই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে।


জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসার হিসেবে কর্মরত নাটোর জেলার বাগাতিপাড়া থানার হাটগোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬)। তিনি তার ব্যবহৃত হিরো স্পেøন্ডার মোটরসাইকেলটি অফিসের বারান্দায় রেখে জরুরি কাজে বাসায় যান। বিকেলে ফিরে এসে দেখেন, বারান্দায় রাখা মোটরসাইকেলটি নেই।


পরে অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন যুবক মোবাইল ফোন হাতে নিয়ে অফিসের আশপাশে ঘোরাফেরা করছে এবং সুযোগ বুঝে অফিসের বারান্দা থেকে মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। পরে শামীম হোসেন ফুটেজসহ আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পাওয়ার পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই বাবলু খান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য হিসেবে উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সাগর আলী (২১)কে শনাক্ত করা হয়।


পরবর্তীতে ৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে সাগর আলীকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরদিন (৬ নভেম্বর) সাগর আলীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “চুরির ঘটনার পরপরই আমরা সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু করি। অল্প সময়ের মধ্যেই চোরকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। আলমডাঙ্গা থানায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram