আলমডাঙ্গায় র্যাব-১২"র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩, মেহেরপুর।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেহেরপুরের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় নগর বোয়ালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নাছিম উদ্দিন (২৬), পিতা— মো. সোহরাব উদ্দিনকে ২৯ (উনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাছিম উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ এলাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এতে স্থানীয় তরুণ সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপদ বাংলাদেশ গঠনে র্যাব সর্বদা বদ্ধপরিকর।












