৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কম্বোডিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আলমডাঙ্গা ডাউকির রবিউল আলমের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৪, ২০২৫
584
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

পরিবারের আর্থিক চাহিদা পূরণের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন আলমডাঙ্গার ডাউকি গ্রামের সন্তান রবিউল আলম। কিন্তু প্রবাসে গিয়ে তিনি চিরবিদায় নিলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার (৩ নভেম্বর) কম্বোডিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।


রবিউল আলম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ডাউকি গ্রামের হাজীপাড়ার মরহুম মজিবার রহমানের ছেলে। দীর্ঘদিন আগে তিনি আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।


জানা গেছে, জীবিকার তাগিদে রবিউল আলম দীর্ঘ ২২ বছর সৌদি আরবে অবস্থান করেন। দেশে ফিরে আসেন প্রায় তিন বছর আগে। এরই মধ্যে তিনি টনসিল, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন। শারীরিক অসুস্থতা সত্তে¡ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় ১ মাস আগে আবারও কম্বোডিয়ায় পাড়ি জমান।

সেখানে গিয়ে শুরুতে তিনি কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েন। টনসিলের সমস্যার কারণে একাই ভর্তি হন কম্বোডিয়ার একটি হাসপাতালে। ক্রমেই তার অবস্থার অবনতি হয় এবং সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা বিকেলে তার মৃত্যুর খবর পান। এ সংবাদে স্ত্রী, দুই মেয়ে ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের মরদেহ দেশে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


রবিউল আলমের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মার মাগফেরাত কামনা করে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram