৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ধানের শীষের পক্ষে প্রচারণায় গ্রামে গ্রামে ছুটছেন শেখ সাইফুল ইসলাম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৪, ২০২৫
504
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।

২৩ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাসকররা ইউনিয়নের খাসকররা বাজার, লক্ষিপুর বাজার, তিওরবিলা বাজারসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

পথসভায় শেখ সাইফুল ইসলাম বলেন, বিএনপির ১৬ বছরের দীর্ঘ লড়াই আজ সফলতার দ্বারপ্রান্তে। আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। তাই আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি তাদের কাছে আহ্বান জানাচ্ছি, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশকে মুক্ত করুন। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা শুধু দলের নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীকই ধানের শীষ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আলা উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, কালিদাসপুর ইউনিয়নের সাবেক সভাপতি আলী হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, নওজেস আলী বিশ^াস, নওশের মাস্টার, ইউনিয়ন বিএনপির মতিয়ার রহমান, আসলাম উদ্দিন, রফি উদ্দিন, চান মেম্বার, রিকাত আলী, আব্দুর রাজ্জাক, রানা, নাসির উদ্দিন, সেন্টুর রহমান, লাল, ডা. ওসমান আলী, আশরাফুল ইসলাম, আবু মুসা, লাড্ডু রহমান, আশরাফুর ইসলাম, আব্দুর রাজ্জাক, আনারুল, ভুলু, নাজিম উদ্দিন, আজিজুর রহমান, আব্দুল মান্নান, বিপ্লব উদ্দিন, আশরাফুল, আলী জাফর, শহিদুল ইসলাম, শিমুল, নবিছদ্দিন, বিএনপি নেতা মুনতাজ আলী, সেলিম রেজা, সিতাব আলী মন্ডল, শওকত আলী খান, সমসের আলী, সাবেক যুবনেতা জাহাঙ্গীর কবীর মুকুল, চিনির উদ্দিন, শফিকুল আজম ডালিম, হাসানুজ্জামান, মুক্তার আলী, যুব নেতা সাদ্দাম খান, মনা, হাসান, মিসকাত, সাজ্জাদ প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram