৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজি বাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৯, ২০২৫
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলায় ইজি বাইকের ধাক্কায় রাহেন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহত রাহেন উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের সৌদি প্রবাসী শামীমের দুই ছেলে মেয়র ছোট রাহেন। রাহেে পিতা প্রবাসী শামীম কিছুদিন আগে বাড়ি এসেছে। আর কয়েকদিন পরই তিনি আবারও প্রবাসে চলে যাবেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে রাহেন তার মায়ের সঙ্গে বাড়ির পাশের প্রধান সড়কটি পার হচ্ছিল। এসময় আলমডাঙ্গা বাজারমুখী একটি ইজি বাইক দ্রুতগতিতে এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় রাহেন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, রাহেন অত্যন্ত প্রাণবন্ত ও চঞ্চল শিশু ছিল। তার মৃত্যুতে গোটা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াকুলি গ্রামে রাহেন নামের শিশুটির ইজি বাইকের ধাক্কায় নিহত হয়েছে। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই আলমগীর হোসেনকে পাঠানো হয়েছে।


স্থানীয় সচেতন মহল দুর্ঘটনার এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সড়কে বেপরোয়া গতিতে ইজি বাইক চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।


চোখের সামনে একমাত্র সন্তানের মৃত্যু দেখে শিশুটির মা বারবার মূর্ছা যাচ্ছেন এমন হৃদয়বিদারক দৃশ্য এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনা ছুঁয়ে গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram