আলমডাঙ্গায় খাল দখলমুক্ত ও পানি নিঃস্কাশনের দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গা ও ডাউকি ইউনিয়নের যমুনার মাঠ থেকে কুমার নদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালের ওপর অবৈধ দখল উচ্ছেদ করে কৃষিজমির পানি নিঃস্কাশনের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে দুটি ইউনিয়নের সাত গ্রামের মানুষ মানববন্ধনে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় ৭ গ্রামের মানুষের মধ্যে উপস্থিত ছিলেন আলম শাহ, পান্না চৌধুরী, আবদার আলী, রানা, সকিরদ্দিন, তুহিন মাহমুদ, বাংলা মেম্বর, আব্দুস সালাম, লিন্টু, জাহাঙ্গীর মিয়াসহ ৭ গ্রামের কয়েকশ কৃষক।
জানা গেছে, ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মৃত নুর আলীর ছেলে সেনাসদস্য মোমিনুর রহমান জামজামি সোহাগপুর পালবাড়ির নিকটে খালের পাশের একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি খালের ভেতরে মাঠি ভরাট করে রাস্তা ও পায়খানার হাউস নির্মাণ করছেন, ফলে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই আশপাশের সাতটি গ্রামের মাঠে পানি জমে প্লাবিত হচ্ছে।
স্মারকলিপি প্রদানকারীরা জানান, ভোদুয়া, সোহাগপুর, জামজামি, ছত্রপাড়া, বিনোদপুর, বাদেমাজু ও হাউসপুর গ্রামের কৃষকদের চাষাবাদের জমির পানি নিঃস্কাশনের একমাত্র পথ হলো যমুনার মাঠের খালটি, যা কুমার নদে গিয়ে মিশেছে। খালের মাঝপথে সোহাগপুর গ্রামে এবং জামজামি পালবাড়ির সামনে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ ও খালের মধ্যে পায়খানার হাউস করার কারণে খালটি সরু হয়ে গেছে। এতে বর্ষাকালে মাঠের পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয় এবং প্রতি বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “খালের উপর থেকে অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত খাল পুনঃখনন ও পানি নিঃস্কাশনের কার্যকর ব্যবস্থা করতে হবে।












