৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৮, ২০২৫
59
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে আব্দুল হামিদ ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র প্রদান করেন ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ডা. আদনীন নাহার মৌনালী।

এসময় ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আমরা মূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পের আয়োজন করেছি। মানুষ সাধারণত পায়ের সমস্যাকে তুচ্ছ মনে করে, কিন্তু অনেক সময় এ ধরনের ছোট সমস্যা থেকেই বড় জটিলতা তৈরি হয়। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দিয়ে আমরা চাই মানুষ যেন নিজেদের স্বাস্থ্য সচেতনতা আরও বাড়ায়। তিনি আরও বলেন, ডায়াবেটিস আক্রান্তদের পায়ের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবহেলা করলে তা সংক্রমণ ও অঙ্গহানির ঝুঁকি বাড়ায়। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই ঝুঁকি এড়ানো সম্ভব।

ডা. আদনীন নাহার মৌনালী বলেন, আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের অনেক মানুষ এসেছেন, বিশেষ করে ডায়াবেটিস ও পায়ের ব্যথাজনিত রোগীরা। আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে চাই, যাতে সাধারণ মানুষ সহজেই চিকিৎসা পেতে পারে।

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রচার সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক পডিয়াট্রি ডে উপলক্ষে আমরা মূলত পায়ের যত্ন, ডায়াবেটিক ফুট কেয়ার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এই ক্যাম্পের আয়োজন করেছি। এই প্রথম আলমডাঙ্গায় এ ধরণের আয়োজন করা হয়েছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি প্রতি বছর আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মাধ্যমে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, পায়ের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে ডায়াবেটিস রোগীরা পায়ের জটিলতা সম্পর্কে সচেতন হতে পারেন।

বিকালে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক কনসালটেন্ট ও ফুট সার্জন ডা মো আব্দুল্লাহ আল মামুন, সন্মানিত অতিথি হিসাবে ছিলেন ডা আদনীন নাহার মৌনালী। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাজমুল হক শাওন, বাংলাদেশ মানবাধিকার কমিশনে আলমডাঙ্গা শাখার সভাপতি মো আল আমিন, যুব ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মো আসাদুজ্জামান লিমন, বি আর এম পি সভাপতি মো জিনারুল ইসলাম বিশ্বাস, প্রাথমিক স্বাস্থ্যকর্মীআবু জাফর, সিরাজুল ইসলাম, ইমন হুসাইন, আহাদ, আব্দুল খালেক, সামারুল ইসলাম, আতিয়ার রহমান, রেজাউল, আব্দুস সামাদ, ইয়াসিন রাহাত, আজিজুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram