৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভূষি উৎপাদনে অনিয়ম, হাটবোয়ালিয়ার সুমন ফ্লাওয়ার মিলকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৬, ২০২৫
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে নিবন্ধনবিহীনভাবে ভূষি (পশুখাদ্য) উৎপাদন ও বিক্রির অভিযোগে “সুমন ফ্লাওয়ার মিল” নামের একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা ১২ টায় এই অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রসিকিউশন করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ. এন. এম. মোস্তাকিম মুকুট। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন ছাড়াই পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করায় মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারায় “সুমন ফ্লাওয়ার মিল”–এর প্রোপ্রাইটর মো. সুমন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে নিবন্ধনবিহীন কোনো পশুখাদ্য উৎপাদন, মজুত, বিক্রয় বা বিপণন না করার শর্তে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক বলেন, “অবৈধভাবে পশুখাদ্য উৎপাদন ও বিপণন করলে তা প্রাণিসম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। নিয়মবহির্ভূত এমন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram