আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। শনিবার (৪ অক্টোবর) রাতে আলমডাঙ্গা রেলস্টেশনের উত্তর পাশের রেললাইনের ভেটুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটকরা হলেন আলমডাঙ্গা স্টেশনপাড়ার পিকু মণ্ডলের স্ত্রী বৃষ্টি খাতুন (৩২) ও বৃষ্টি খাতুনের স্বামী পিকু মণ্ডল। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বৃষ্টি খাতুনের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। সেনাবাহিনীও তাকে মাদকসহ গ্রেফতার করেছিল বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান (পিপিএম)-এর নেতৃত্বে এসআই জামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।












