৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হাফেজরা সমাজ ও জাতির নৈতিক দিকনির্দেশক-  হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে-অ্যাড রাসেল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৫, ২০২৫
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৪২ জন কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন জানায়াতের আমীর সজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান আলোচক অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে বলেন, যারা কোরআন মুখস্থ করেছে, তারা আল্লাহর নির্বাচিত বান্দা। হাফেজরা কেবল কোরআনের হেফাজতকারীই নন, তারা সমাজ ও জাতির নৈতিক দিকনির্দেশক। কোরআনের আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে সমাজে ইনসাফ, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কোরআন শেখা ও তা অনুযায়ী জীবন গড়া এই ইমানি দায়িত্ব একে অপরের পরিপূরক।

তাই তোমরা কোরআনের হাফেজ হয়ে সমাজ বিচ্ছিন্ন হওয়া যাবে না। বরং এই জ্ঞানের আলো দিয়ে অন্যদের জীবন আলোকিত করতে হবে। জাতি নৈতিক সংকটে ভুগছে। এ পরিস্থিতিতে কোরআনের শিক্ষাই পারে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে।

আমরা যদি আল্লাহর বাণীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তবে ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা ও সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মসজিদ মিশন ও ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উ হাফেজে কোরআনদের অভিভাবকসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram