৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৩ দিনের সফরে বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৫, ২০২৫
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম স্বপরিবারে তিন দিনের সফরে নিজ শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কোর্টপাড়ায় এসেছেন। তাঁর শ্বশুর হাজী আব্দুল খালেক এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব।


শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে তিনি আলমডাঙ্গা থানায় আসেন। এ সময় থানায় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মকর্তারা।


প্রথমে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল আমিন মাতুব্বর মাননীয় অতিরিক্ত বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস ও সহকারী জজ নাসির হোসাইন। তাঁরা বিচার বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।


এরপর আলমডাঙ্গা থানা ও উপজেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী। শুভেচ্ছা বিনিময়ের পর জেলা ও থানা পুলিশের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মাননীয় বিচারপতিকে আনুষ্ঠানিক সালামী প্রদান করা হয়।


মাননীয় বিচারপতির আগমন উপলক্ষে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


অতিরিক্ত বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম সফরকালীন সময়ে আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তিনি আগামী ৬ তারিখ পর্যন্ত অবস্থান করবেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে কোর্টপাড়া এলাকায় নিরাপত্তা জোরদারসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে মো. রাফিজুল ইসলাম একজন। ইতোপূর্বে তিনি “সলিসিটর (সিনিয়র জেলা জজ)” পদে ছিলেন বলে জানা যায়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram