আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ কেশবপুরের ছোয়াদ গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছোয়াদ নামের এক ভুষিমাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়ির ছাদের পাটখাটি গাঁদা ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড সটগানের গুলি, ৪টি রাম দা, ৫টি হাসুয়া, একটি ঢাল উদ্ধার করে।
গ্রেফতারকৃত ছোয়াদ আলী(৩৫) উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
৩ অক্টোবর জমি ও গাং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে ২ দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার পর গ্রামে উত্তেজনা আরও বেড়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী অভিযান চালায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালায়। এ সময় সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি, ৪ রাম দা, ৫টি হাসুয়া ও একটি ঢাল উদ্ধার করনে। এসময় অভিযুক্তকে আটক করে ওসমাপুর প্রাগপুর ক্যাম্প পুলিশের মাধ্যমে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম) বলেন, সেনাবাহিনী অস্ত্র ও গুলি, রাম দা, হাসুয়া ও ঢালসহ ছোয়াদকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় আভিযানিক কার্যক্রম শেষ করে পরে তাকে ওসমাপুর প্রাগপুর ক্যাম্প পুলিশের মাধ্যমে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
একদিনে সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুরো গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে কেশবপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশ অতিরিক্ত টহল দিচ্ছে যাতে নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।












