আলমডাঙ্গার পারকুলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজছাত্র

আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে শোভন আলী (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৩ অক্টোবর রাতে নিজ ঘরে এ ঘটনা ঘটে। ইতোপূর্বেও সে দুই বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।
নিহত শোভন মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলাম আজুর ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, শোভনের দীর্ঘদিন ধরে নিজ গ্রামে প্রেমের সাথে সম্পর্ক ছিল। সম্প্রতি সে পরিবারের কাছে প্রেমিকার সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানায়। কিন্তু পরিবার এতে রাজি হয়নি। তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়।
এতে মানসিকভাবে ভেঙে পড়ে শোভন। ৩ অক্টোবর রাতে ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। ইতোপূর্বে দুইবার আত্মহত্যা চেষ্টা করে শোভন। ৪ অক্টোবর সকালে শোভনের মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙেন। এ সময় শোভনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আলমডাঙ্গা থানাস্থ পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে হতাশা থেকে শোভন আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় সুরতাহাল রিপোর্ট শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানায়, শোভন ভদ্র-সভ্য ছেলে ছিল। পড়াশোনায়ও ভালো ছিল সে। প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












