আলমডাঙ্গায় ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডলসহ ডম্বলপুরের চান মিয়া গ্রেফতার

আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ডম্বলপুরের চান মিয়াকে গ্রেফতার করেছে। ৪ অক্টোবর শনিবার ভোর রাতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ডম্বলপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু তালেবের ছেলে চাঁন মিয়া (৪৫)কে তার বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহা: মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিন, সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৪ অক্টোবর) ভোরে অভিযান পরিচালনা করেন চাঁন মিয়াকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-০২, তারিখ ০৪/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/২৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।












