৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী শিক্ষিকা শেরিফা রশীদের চল্লিশা উপলক্ষে দোয়া

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৫, ২০২৫
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী আলমডাঙ্গার বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী মরহুমা শেরিফা রশীদের মৃত্যুতে তাঁর চল্লিশা উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক উদ্যোগে  আয়োজিত এ মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রাক্তন সহকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলমডাঙ্গা মডেল  মসজিদের ইমাম।

উপস্থিত বক্তারা বলেন, শেরিফা রশীদ ছিলেন কেবল একজন শিক্ষিকা নন, তিনি ছিলেন নারী শিক্ষা বিস্তার ও কুসংস্কার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত। কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর অবদান এলাকাবাসী চিরকাল স্মরণ করবে।

শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি স্বামী ব্যারিস্টার বাদল রশীদের সহধর্মিণী হয়েও সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন। দুজনের সম্মিলিত উদ্যোগে কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা আজো এলাকার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে।

উল্লেখ্য, সম্প্রতি বার্ধক্যজনিত জটিলতায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেরিফা রশীদ। তাঁর মৃত্যুতে আলমডাঙ্গার শিক্ষা ও সামাজিক অঙ্গনে গভীর শূন্যতা নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়—শেরিফা রশীদ চলে গেছেন ঠিকই, তবে তাঁর রেখে যাওয়া শিক্ষা, মানবিকতা আর সমাজগঠনের আদর্শ আজীবন প্রজন্মকে আলোকিত করবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram