৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা একাডেমি(আল ইকরা একাডেমি)“র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৫, ২০২৫
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ছবি : 

আলমডাঙ্গা একাডেমি(আল ইকরা একাডেমি)“র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা একাডেমি থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, বৃত্তিপ্রাপ্ত ও উচ্চশিক্ষায় ভর্তিচান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। শুক্রবার ৩ অক্টোবর সকালে বিদ্যালয় চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রতিষ্ঠানের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক।

নবম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীমের উপস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে তাসিন আবরার, মিসবাউল হক অনন, হামিম রেজা, তাফিয়া নুর অন্তি, নানজিবা রাইসা সিনথিয়া ও ইকবাল মাহমুদ সানভী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন এনামুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১ জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। এছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩ জনের মধ্যে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। এর মধ্যে ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। একইসঙ্গে ৭ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে, ২ জন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে, ৮ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং ৪ জন ক্যাডেট কলেজে ভর্তিচান্স লাভ করায় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram