আলমডাঙ্গার কলেজপাড়ায় ফাঁকা বাসায় চোর চক্রের তান্ডব

আলমডাঙ্গার কলেজপাড়ার বাড়ির মালিক না থাকার সুযোগে ফাঁকা বাসায় চোর চক্র তান্ডব চালিয়েছে। ৬টি তালা ভেঙ্গে প্রবেশ করে বাসায় দামী জিনিসপত্র না পাওয়ায় আলমারী ও ওয়ারড্রাপের জিনিসপত্র তছনছ করেছে। ঘটনাটি ২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল থেকে ৩ অক্টোবর শুক্রবার দুপুরের মধ্যে যে কোন সময়। তবে এলাকাবাসি ধারনা করেছেন ঘটনাটি রাতে ঘটিয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার মশিউর রহমান কয়েক বছর আগে মারা গেছে। তার স্ত্রী ছোট মেয়েকে সাথে নিয়ে বাসায় থাকেন। ২ মেয়েরা বিবাহিত। মরহুম মশিউর রহমানের স্ত্রী মাঝে মাঝে মেয়ের বাড়ি ও পাশেই বোনের বাড়িতে যাওয়া আসা করেন। মেয়েরাও প্রায়ই এসে মায়ের সাথে থাকেন। ২ অক্টোবর তিনি বাসায় ছিলেন না।
৩ অক্টোবর দুপুর পর বাসায় এসে দেখতে পান ঘরের দরজার সবকটি তালা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখেন ঘরের মধ্যে আলমারি ও ওয়ারড্রপের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। চোরচক্র দামি কোন জিনিসপত্র না পেয়ে এভাবে কাপড়চোপর ছিটিয়েছে। চোরচক্র কিছু না পেয়ে এলইডি টিভি, কাসার কয়েকটি পাত্র ও জামাকাপড় নিয়ে গেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।












